ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিয়ারিয়াল ম্যাচেও নেই ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ভিয়ারিয়াল ম্যাচেও নেই ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

ম্যাচ ফিটনেস ঘাটতির কারণে টানা দ্বিতীয় ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তাকে পাচ্ছে না বার্সেলোনা। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পোর্টিং লিসবনের বিপক্ষে (২-০) মাঠের বাইরে ছিলেন। এবার লা লিগায় ভিয়ারিয়াল ট্যুর মিস করছেন।

ভিয়ারিয়াল ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি ৩৩ বছর বয়সী ইনিয়েস্তাকে। গত ২ ডিসেম্বর (শনিবার) ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের রাতে বাম পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বদলি হিসেবে নামেন ডেনিস সুয়ারেজ। তখন ম্যাচে ১-১ সমতা।

ইনিয়েস্তার অনুপস্থিতি সত্ত্বেও ট্যাকটিকাল কারণে জেরার্ড ডেউলোফেওকে দলে রাখেননি কোচ আর্নেস্টো ভালভার্ডে। তার সঙ্গী আরদা তুরান। ইনজুরির কারণে নেই স্যামুয়েল উমতিতি, রাফিনহা ও ওসমান দেম্বেলে। হাভিয়ের মাশ্চেরানোকেও বাইরে রাখা হয়েছে। সুযোগ পেয়েছেন রিজার্ভ বেঞ্চ ডিফেন্ডার ডেভিড কস্তাস।

রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ১৪ ম্যাচে ৩৬। ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ভিয়ারিয়াল।

এদিকে ১৫তম রাউন্ডের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়ায় সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে দ্বিতীয় স্থানধারী ভ্যালেন্সিয়া (১৫ ম্যাচে ৩৪)। রিয়াল (৩১) তিনে উঠে আসলেও জয় দিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ফের চার নম্বরে নামিয়ে আনতে পারে অ্যাতলেতিকো মাদ্রিদ (১৪ ম্যাচে ৩০)। গোল ব্যবধানে যথাক্রমে রিয়াল ও অ্যাতলেতিকোর চেয়ে এগিয়ে ভ্যালেন্সিয়া।

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সা স্কোয়াড:
গোলরক্ষক: মার্ক আন্দ্রে টার স্টেগেন, জেস্পার সিলেসেন।

ডিফেন্ডার: জেরার্ড পিকে, থমাস ভারমাইলেন, ডেভিড কস্তাস, জর্ডি আলবা, লুকাস ডিগনি, নেলসন সেমেদো, অ্যালেক্স ভিদাল।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, ইভান রাকিটিচ, পাওলিনহো, সার্জি রবার্তো, ডেনিস সুয়ারেজ, আন্দ্রে গোমেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, পাকো আলকাসের।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।