ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লা লিগায় ৭০ হাজার গোল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
লা লিগায় ৭০ হাজার গোল! এল ক্লাসিকো জয়ের পর বার্সা-ছবি:সংগৃহীত

চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিকে হারিয়ে বছরটা দারুণভাবেই শেষ করলো বার্সেলোনা। রিয়ালের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে জয় তুলে নেয় বার্সা। প্রথমে দারুণ খেললেও শেষ দিকে খেই হারিয়ে ফেলে রিয়াল।

এ ম্যাচে ব্যক্তিগত থেকে শুরু করে দলীয় বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। পাশাপাশি স্প্যানিশ লা লিগারও একটি দুর্দান্ত রেকর্ড হয়েছে।

লুইস সুয়ারেজের দ্বিতীয়ার্ধের শুরুতে (৫৩ মিনিট) করা প্রথম গোলটি ছিল লা লিগার ইতিহাসে ৭০ হাজারতম গোল।

লা লিগা শুরু হয়েছিল সেই ১৯২৯ সালের ১০ ফেব্রুয়ারিতে। যেখানে এসপানিওলের হয়ে আসরটির ইতিহাসে প্রথম গোল করেন পিটাসে নামে পরিচিত প্রয়াত পার্ট রিপোলেস।

লা লিগার ইতিহাসের ৮৮ বছরে আরও মজার ১২টি রেকর্ড নিচে পাঠকদের জন্য তুলে ধরা হলো।

**রিয়ালের বিপক্ষে মেসিই সেরা

• ১৯৩২-৩৩ মৌসুমে লা লিগার ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ১৪টি গোল হয়েছিল। যেখানে রেসিংকে ৯-৫ ব্যবধানে হারায় অ্যাথলেটিক।

• ১৯৩০-৩১ মৌসুমে অ্যাথলেটিক বার্সেলোনাকে ১২-১ গোলে হারায়। যা একটি দলের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল।

• ১৯৪৯-৫০ মৌসুমে অ্যাতলেটিকো ও অ্যাথলেটিক ৬-৬ গোলে ড্র করে। যা এখন পর্যন্ত ড্র হওয়া ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড।

• ১৯৩০-৩১ মৌসুমে অ্যাথলেটিক বার্সেলোনাকে ১২-১ গোলে হারানোর ম্যাচে বাটা ব্যক্তিগত সাত গোল করেন। যা এখন পর্যন্ত এক ম্যাচে এক ফুটবলারের সর্বোচ্চ স্কোর। ১৯৫১-৫২ মৌসুমে অবশ্য সমান সংখ্যক গোল করে বাটার রেকর্ডে ভাগ বসান বার্সেলোনার দেন কুবালা। সেবার বার্সা ৯-০ গোলে স্পোর্টিংয়ের বিপক্ষে জয় পায়।

• লিওনেল মেসি ২০১২-১৩ মৌসুমে লিগে টানা ১৯ ম্যাচে গোল করেন। যা এখন পর্যন্ত টানা গোল করার ব্যক্তিগত রেকর্ড। সেবার দলের ১১ থেকে ২৯ ম্যাচ পর্যন্ত গোল করেন তিনি।

• ২০১২-১৩ মৌসুমে মালাগার ফেব্রিস ১৬ বছর ৯৮ দিন বয়সে সেল্টা ভিগোর বিপক্ষে গোল করেছিলেন। যা এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড।

**রিয়ালের মাঠে ৩ গোলের জয়োৎসব মেসি-সুয়ারেজদের

• ২০০২-০৩ মৌসুমে দেপোর্তিভোর দোনাতো ৪০ বছর ১৩৮ দিন বয়সে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করেন। এটি এখন পর্যন্ত লিগে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড।

• লিগে সর্বশেষ ফুটবলার হিসেবে অ্যাথলেটিকোর কিংবদন্তি তেমো জারার এক ম্যাচে ছয় গোল করার কীর্তি রয়েছে। ১৯৫০ সালে লেইদার বিপক্ষে তার এই কৃতিত্ব।

• ২০১১-১২ মৌসুম রিয়াল মাদ্রিদ মোট ১২১টি গোল করেছিলেন। যা এখন পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ দলীয় গোলের রেকর্ড। সেবার ম্যাচ প্রতি ৩.২টি গোল করেছিল লস ব্ল্যাঙ্কসরা।

• লোগরোনেস ১৯৯৪-৯৫ মৌসুমে ১৫টি গোল করেছিল। যা এখন পর্যন্ত একটি দলের এক মৌসুমে সর্বনিম্ন গোল করার বাজে রেকর্ড।

• ১৯৫০-৫১ মৌসুমে ইউই লেইদা ১৩৪টি গোল খেয়েছিল। যা এখন পর্যন্ত এক মৌসুমে সবচেয়ে বেশি গোল হজম করা কোনো দল।

• ১৯২৮-২৯ মৌসুমে বার্সেলোনা ও ১৯৩১-৩২ মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়। দু’দলই সেবার মাত্র ৩৭টি গোল হজম করে। যা এখন পর্যন্ত শিরোপা জেতা দলের সর্বনিম্ন গোল হজমের রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।