ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে অবশ্য জার্মান ক্লাব হফেনহাইমই এগিয়ে যায়। ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন আন্দ্রেই ক্রামারিচের গোলে লিড পায় সফরকারীরা।
প্রথমার্ধেই সমতা পায় গার্দিওলার শিষ্যরা। যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোলটি করেন সানে। পরে বিরতির পর ৬১ মিনিটে রাহিম স্টারলিংয়ের থেকে পাস পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি জয়ও নিশ্চিত করেন এই জার্মান তরুণ।
ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। লিওঁ ৮ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়েছে। ৬ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে শাখতার। হফেনহাইমের পয়েন্ট ৩।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস