তবে জাপানের মতো শক্তিশালী দেশকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিল এই কাতারই। আবুধাবির শেখ জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এশিয়ান পরাশক্তিদের ৩-১ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো বিশ্বের সবচেয়ে ধনী দেশটি।
ফিফা র্যাংকিংয়ে জাপান থেকে ৪৩ ধাপ পিছিয়ে থাকা কাতার ম্যাচে ১২ মিনিটেই আলমোয়েজ আলীর গোলে এগিয়ে যায়। এই গোলে দুর্দান্ত একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি। এশিয়ান কাপের এক আসরে সর্বোচ্চ ৯ গোলের মাইলফলকটি এখন আলীর। ৮ গোল করে এর আগের রেকর্ডটি ছিল ইরানের আলি দাইয়ের।
আক্রমণে দাপট দেখানো কাতার ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। গোলটি করেন আবদুলআজিজ হাতেম। আর ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন আকরাম আফিফ। জাপানের তাকুমি মিনামিনো মাঝে ৬৯ মিনিটে একটি গোল করলেও শুধুমাত্র ব্যবধানই কমাতে পেরেছে দলটি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস