জানুয়ারির দলবদলের বাজারে ৮ মিলিয়ন ইউরোতে কাতারি ক্লাবে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী বেনাতিয়া। কিন্তু, কাতারে পাড়ি জমানোর আগে তাকে দলে নিতে বেশ ভালো অফারই করেছিল ম্যানইউ।
একসময় রোমা ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবেও খেলেছেন বেনাতিয়া। মরক্কোর জার্সিতেও তার ক্যারিয়ার বেশ উজ্জ্বল। মরক্কোর জার্সিতে ৫৫ ম্যাচ খেলা বেনাতিয়া গত রাশিয়া বিশ্বকাপে দলের নেতৃত্বও দিয়েছেন।
এদিকে নিজের ভবিষ্যত ঠিকানা হিসেবে কাতারকে বেছে নেওয়ায় নিজ দেশেই সমালোচিত হতে হচ্ছে বেনাতিয়াকে। জবাবে তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সবাই সম্মান করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই না, এজন্য যদি তাকে জাতীয় দলের জন্য আর বিবেচনা নাও করা হয় তাতেও আপত্তি তুলবেন না বলে জানিয়েছেন।
সমালোচনার জবাবে বেনাতিয়া বলেন, তার পরিবারের জন্য যেটা ভালো হবে তিনি তেমন সিদ্ধান্তই নিয়েছেন। সন্তানদের ইসলামী পরিবেশে মানুষ করার নিয়তেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মরক্কান তারকা।
তাছাড়া কাতারেই বসবে আগামী ফুটবল বিশ্বকাপের আসর। ফলে ভেবেচিন্তেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মত অনেক ফুটবল বিশ্লেষকদের। বেনাতিয়ার হাতে অবশ্য সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের ক্লাবেও খেলার সুযোগ ছিল, কিন্তু তিনি কাতারকেই বেছে নিয়েছেন।
এরইমধ্যে নিজের নতুন ঠিকানা কাতারে পৌঁছে গেছেন বেনাতিয়া। এমনকি ক্লাবের হয়ে তার অভিষেকও হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই ম্যাচে অবশ্য আল ঘারাফা বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে তার দল আল-দুহাইল।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এমএইচএম