শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ানো শেখ রাসেল ৭৯তম মিনিটে এগিয়ে যায়। আলেক্স রাফায়েল দি সিলভার কর্নারে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের হেডে বল জাল খুঁজে পায় ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল।
কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শেখ রাসেল। পাঁচ মিনিট পরেই দেইনের আন্দ্রেস করদোবার পাস নিয়ন্ত্রণে নিয়ে পার্কের বাড়ানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ইয়াসিন খান।
লিগে এখন পর্যন্ত চার ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করেছে শেখ রাসেলের। তবে এক ম্যাচ বেশি খেলে প্রতিপক্ষ সাইফ স্পোর্টিংয়ের পয়েন্টও সমান ১০।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস