চেলসির জয়। ছবি: সংগৃহীত
লিগে মালমোর মাঠে শেষ বত্রিশের প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় পেয়েছে চেলসি। তবে একই দিনে, প্রথম লেগে বেলারুশের ক্লাব বাতে বরিসভের মাঠ থেকে ১-০ গোলে হার নিয়ে ফেরে আর্সেনাল।
আগের ম্যাচে ম্যানসিটির বিপক্ষে হারের পর নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় চেলসি। আর তারই ফোল পেয়েছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)।
ম্যাচের ৩০ মিনিটে পেদ্রোর ক্রস থেকে বল জালে পাঠিয়ে চেলসিকে এগিয়ে দেন রস বার্কলি। অলিভিয়ের জিরুদ ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন। তবে, ৮০ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল করে ব্যবধান কমান আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন।
একই রাতে, সর্বশেষ ডিসেম্বরে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা বাতের বিপক্ষে হারতে হয় আর্সেনালকে। আর এইটিই বাতের জন্য প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতার কোনো নকআউট ম্যাচ জেতা।
ঘরের মাঠে প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল পায় বাতের। দলের হয়ে একমাত্র গোলটি করেন ড্রাগুন।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।