ম্যাচের সপ্তম মিনিটে সুযোগ পেয়েও গোল করতে পারেনি ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামালের। দাভিদ ব্রুসের বাড়ানো বলে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেসের শটটি পোস্টে লেগে দুর্ভাগ্যজনকভাবে ফিরে আসে।
প্রথমার্ধের শেষ দিকে আরও একটি ভালো সুযোগ নষ্ট করে শেখ জামাল। ৬৪তম মিনিটে আলেক্স রাফায়েল ডি সিলভার শট ক্রসবারে লেগে ফিরলে শেখ রাসেলের গোলের অপেক্ষা আরও বেড়ে যায়।
তবে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেলের শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি। গোল পায়নি শেখ জামালও। ছয় ম্যাচে ৪ জয় ও দুই ড্রয়ে শেখ রাসেলের পয়েন্ট ১৪। সাত ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১১।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমকেএম