ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

সড়ক দূর্ঘটনায় নিহত সাবেক রিয়াল-আর্সেনাল তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, জুন ২, ২০১৯
সড়ক দূর্ঘটনায় নিহত সাবেক রিয়াল-আর্সেনাল তারকা আর্সেনাল-রিয়াল মাদ্রিদের সাবেক লেফ্ট উইঙ্গার হোসে অ্যান্তনিও রেইস-সংগৃহীত

বয়স মাত্র ৩৫ বছর। বুটজোড়াও এখনো তুলে রাখেননি। কিন্তু তার আগে পৃথিবী থেকে বিদায় নিলেন হোসে অ্যান্তোনিও রেইস। সাবেক রিয়াল মাদ্রিদ-আর্সেনাল লেফট-উইঙ্গার নিহত হয়েছেন সড়ক দূর্ঘটনায়। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। 

শনিবার (০১ জুন) অপরাহ্নে লা লিগার ক্লাব সেভিয়া তাদের অফিসিয়াল টুইটারে জানায়, ‘এটা অত্যন্ত খারাপ সংবাদ। আমাদের সবার প্রিয় একাডেমি গ্র্যাজুয়েট হোসে অ্যান্তনিও রেইস সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

রেস্ট ইন পিচ। ’ 

রেইস পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরু করেন সেভিয়ায়। ক্লাবটির যুব এবং ‘বি’ দলে খেলে ২০০০ সালে মূল দলে জায়গা করে নেন তিনি। ২০০৪ সালের জানুয়ারিতে যোগ দেন আর্সেনালে। সে বছর অপরাজিত থেকে গানারদের হয়ে ২০০৩-০৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বাদ পান রেইস।

২০০৭ সালে ধারে রিয়াল মাদ্রিদে আসেন রেইস। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তিনি লা লিগাও জিতেছেন। একই বছর তিনি সান্তিয়াগো বার্নাব্যু থেকে যোগ দেন নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদে। মাদ্রিদ অধ্যায় শেষে আবার ফিরে যান শৈশবের ক্লাব সেভিয়ায়। ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছালেও তিনি খেলে যাচ্ছিলেন স্পেনের দ্বিতীয় সারির দল এ্যাক্সেত্রেমাদুরের হয়ে।  

স্পেনের সেভিয়া শহরে রেইস কার দূর্ঘটনার শিকার হয়েছেন। ভ্রমণে তার সঙ্গে ছিলেন তার দুই কাজিন জোনাথন রেইস এবং হুয়ান ম্যানুয়েল ক্যালদেরন। রেইসের সঙ্গে নিহত হয়েছেন তারাও।

রেইসের মৃত্যুতে শোকের বাতাস বইছে ইউরোপীয় ফুটবলে। আজ দিবাগত রাতে লিভারপুল বনাম টটেনহামের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হবে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘন্টা, জুন ০১, ২০১৯ 
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।