ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

শীর্ষে থেকে শেষ আটে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, জুন ২৪, ২০১৯
শীর্ষে থেকে শেষ আটে কলম্বিয়া গোলের পর কলম্বিয়ার ফুটবলারদের উল্লাস: ছবি-সংগৃহীত

২০১৯ কোপা আমেরিকা লড়াইয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কলম্বিয়া। অবশ্য গত দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শেষ আট আগেই নিশ্চিত করে ফেলেছিল কার্লোস কুইরোজের শিষ্যরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাদামেল ফ্যালকাও-হামেস রদ্রিগেজরা ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে।

ব্রাজিলের ফন্তে নোভা অ্যারেনায় দলের অন্যতম অস্ত্র রদ্রিগেজকে একাদশের বাইরে রেখে খেলতে নামে কলম্বিয়া।

অবশ্য গোল পেতে তাতে কোনো বেগ পেতে হয়নি তাদের। ৩১ মিনিটে গুস্তাবো কুয়েলারের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। শেষ পযর্ন্ত ব্যবধানটি ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে কুইরোজের দল।  

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিযে কোয়ার্টার ফাইনালে ওঠেছে কলম্বিয়া। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ‘সি’ গ্রুপের রানার্সআপ দল।  

অন্য ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে লিওনেল মেসিদের পয়েন্ট ৪। প্যারাগুয়ে ৩ ম্যাচে পেয়েছে ৩ পয়েন্ট। সমান ম্যাচে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের পয়েন্ট ১।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ‍জুন ২৪, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।