নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বসুন্ধরা। ১২ মিনিটে মেহেদী হাসানের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।
প্রধমার্ধের ইনজুরি সময়েই লিড নেয় বসুন্ধরা। দানিয়েল কলিনদ্রেসের ক্রস থেকে হেড দিয়ে দলকে লিড এনে দেন সেই নাসিরউদ্দিন।
বিরতির পর ৬৭ মিনিটে ব্যবধান বাড়ায় বসুন্ধরা। দারুণ এক গোলে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস দি সিলভা। ব্যবধান হয় ৩-১ গোলের।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা। উল্টো ম্যাচের শেষ ভাগে ইনজুরি সময়ে গোল করে বসুন্ধরার ৪-১ গোলের জয় নিশ্চিত করেন আলমগীর কবির রানা।
এই জয়ে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজুবত করেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে মুক্তিযেদ্ধা।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
আরএআর/ইউবি