ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

ফুটবল

রোমা অধ্যায় শেষে বোকা জুনিয়র্সে ডি রসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জুলাই ২৬, ২০১৯
রোমা অধ্যায় শেষে বোকা জুনিয়র্সে ডি রসি  ড্যানিয়েল ডি রসি: ছবি-সংগৃহীত

ইতালিয়ান ক্লাব এএস রোমা অধ্যায় শেষে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন ড্যানিয়েল ডি রসি। 

২০১৮-১৯ মৌসুম শেষে রোমার সঙ্গে দীর্ঘ ১৯ বছরের সংসারের ইতি টানেন ডি রসি। ৩৬ বছর বয়সী কিংবদন্তি আজ্জুরি মিডফিল্ডার এবার নতুন ঠিকানা বানালেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে।

ইতালিয়ান ক্লাব জয়ী ডি রসি রোমার হয়ে সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৬১৬ ম্যাচ। করেছেন ৬৩ গোল। রোমান গ্লাডিয়েটরেদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি। ডি রসির চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল ফ্রান্সিসকো টট্টি। সাবেক ইতালিয়ান তারকা টট্টি রোমার জার্সিতে খেলেছেন ৭৬৮ ম্যাচ।

ইতালির জার্সিতে ডি রসি ১১৭ ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে জিতেছেন বিশ্বকাপ।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।