ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ফুটবল

‘বিদ্রোহী’ মেসিতে মুগ্ধ ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, আগস্ট ৪, ২০১৯
‘বিদ্রোহী’ মেসিতে মুগ্ধ ম্যারাডোনা মেসির মাঝে নিজের পুরনো 'বিদ্রোহী' রূপ দেখতে পাচ্ছেন ম্যারাডোনা-ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার রেফারিং ও কর্তৃপক্ষের সমালোচনা করে আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার মতো শান্ত স্বভাবের একজন ফুটবলারের এমন আচরণে অনেকেই অবাক হলেও তাদের দলে নেই দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির কাছে বরং মেসির ‘ম্যারাডোনাসুলভ’ আচরণ বেশ মনে ধরেছে।

সম্প্রতি ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি মনে করি সে ছিল ‘মেসি-ম্যারাডোনা’। আমি তাকে বিদ্রোহী রূপে দেখেছি।

সে যা অনুভব করেছে তাই বলেছে এবং সে কারো দয়ায় মাঠ জয় করেনি। ’

‘আমি এই মেসিকে অনেক বেশি পছন্দ করি- সে তার পরিবারকে সঙ্গ দিচ্ছে, পোষা কুকুরের সঙ্গে খেলা করছে এবং বিয়ার পান করছে। জাতীয় সঙ্গীত না গাওয়ায় যার সমালোচনা করা হয়েছিল সেই মেসির চেয়ে এই মেসি আমার বেশি পছন্দ। ’

কনমেবলের সমালোচনা আসলে মেসি আর্জেন্টিনার ভালোর জন্য করেছেন বলে মত ম্যারাডোনার। এজন্যই মেসির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার কথা জানালেন তিনি, ‘মেসি যা করে তা আর্জেন্টিনার ভালোর জন্যই। তাকে দেখে মনে হয়েছে যেন সে “ম্যারাডোনার মুডে মেসি”। ’

একসময় ফিফা ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন-এএফএ’র সঙ্গে লড়াই করেছেন ম্যারাডোনা। সেই সময়ের স্মৃতিচারণা করে বিশ্বকাপজয়ী সাবেক এই আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি ২৫ বছর সত্যের পক্ষে ব্ল্যাটার (সাবেক ফিফা প্রধান) ও গ্র্যান্দোনার (সাবেক এএফএ প্রধান) বিপক্ষে লড়াই করেছি। আমি আমার খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করেছি। এসব করার জন্য আজ আমি দানব হিসেবে পরিচিতি পেয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।