ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ফ্রিতে ফিওরেন্তিনায় ফ্রাঙ্ক রিবেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, আগস্ট ২২, ২০১৯
ফ্রিতে ফিওরেন্তিনায় ফ্রাঙ্ক রিবেরি ফিওরেন্তিনার জার্সি হাতে রিবেরি: ছবি-সংগৃহীত

ফ্রি ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় যোগ দিয়েছেন সাবেক বায়ার্ন মিউনিখ উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি। 

গত মৌসুম শেষে জার্মান চ্যাম্পিয়নদের বিদায় জানান রিবেরি। ৩৬ বছর বয়সী ফরাসি তারকা অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কাটিয়েছেন ১২ বছর।

 

রিবেরি ২০০৭ সালে ঘরের ক্লাব মার্শেই ছেড়ে যোগ দেন বায়ার্ন মিউনিখে। বাভারিয়ানদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২৫ ম্যাচ খেলেছেন তিনি। ৯টি বুন্দেসলিগা জয়ের পাশাপাশি তিনি ২০১৩ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ।  

ফিওরেন্তিনায় যোগ দেওয়ার পর রিবেরি ক্লাবটির ওয়েবসাইটে বলেন, ‘আমি আনন্দিত। চলো এক সঙ্গে কিছু অর্জন করি। ’ 

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।