মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রতিনিধিদলটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠানের জন্য প্রতিনিধিদলের সঙ্গে প্রতিমন্ত্রীর প্রাথমিক কথা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী রাসেল সে সময় জানান, ম্যাচটি হতে পারে আগামী বছরের ২৩ বা ৩০ জুলাই। জুলাইয়ে তারা ঢাকায় আসবে।
তিনি বলেন, বাংলাদেশের তরুণ-যুবকদের ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা অনেক পছন্দের এবং অনেক সমর্থক তাদের রয়েছে।
তারা যদি বাংলাদেশ সফর করে তাহলে ফুটবলের জাগরণের ক্ষেত্রে বাংলাদেশ অনেক লাভবান হবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ২০২০ সালে দক্ষিণ এশিয়া সফরে ক্লাবটি ঢাকায় একটি ম্যাচ খেলার জন্য ঢাকা সফর করছে। প্রতিনিধিদলটি সরেজমিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ পরিদর্শন করেছে।
বাংলাদেশে ম্যাচটি আয়োজন করার দায়িত্ব পালন করবে স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ। সফরের জন্য দলটি ৩০ লাখ ইউরো দাবি করেছে বলে জানান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শনকালে মাঠের পাঁচ ধরনের ঘাস নিয়ে আপত্তি তুলেছে ম্যানচেস্টারের প্রতিনিধিদল।
তবে মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো ঠিক হয়ে যাবে সহসাই।
এছাড়াও দলটি আর্মি স্টেডিয়াম পরিদর্শনে যাবে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআইএইচ/আরবি/