ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এমবাপ্পে-ইকার্দির গোলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এমবাপ্পে-ইকার্দির গোলে পিএসজির বড় জয় এমবাপ্পে-ইকার্দির গোলে পিএসজির বড় জয়

চলতি মৌসুমে জয়রথ ছুটে চলেছে প্যারিস সেন্ট জার্মেইয়ের। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে গোল উৎসব করার পর এবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে দশ জনের দল হয়ে পড়া সেঁত এঁতিয়েনের বিপক্ষে বড় জয় পেয়েছে টমাস টুখেলের শিষ্যরা। গত আসরের চ্যাম্পিয়নরা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ক্লদ পুয়োলের শিষ্যদের উড়িয়ে দিয়েছে ৪-০ ব্যবধানে।

রোববার (১৫ ডিসেম্বর) সেঁত এঁতিয়েনের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণের ঢেউ তুলে পিএসজি। গোলের জন্যও তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

 ৯ম মিনিটে মিডফিল্ডার লিয়ান্দ্রো পেরেদেসের গোলে এগিয়ে যায় টুখেলের দল।

এরপর গোল শোধের জন্য প্রচেষ্টা চালায় এঁতিয়েন। কিন্তু হঠাৎ দশ জনের দল হয়ে পড়ায় উল্টো চাপে পড়ে যায় তারা। ২৫ মিনিটে পেরেদেসকে বাজেভাবে ট্যাকল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার জঁ-আহোলো।

গোল উৎসব সারার জন্য সুযোগটা হেলায় মিস করেনি পিএসজি। ৪৩ মিনিটে নেইমারের পাস থেকে দলের ব্যবধানটা দ্বিগুণ করেন এমবাপ্পে। বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে টুখেলের দল। ৭২ মিনিটে পিএসজিকে আবার এগিয়ে দেন মাউরো ইকার্দি। ৮৯ মিনিটে নেইমার-এমবাপ্পে জুটিতে চতুর্থ গোলের দেখা পায় ফরাসি জায়ান্টরা। এবারও এমবাপ্পে গোল করেন নেইমারের পাস থেকে।

দুর্দান্ত এই জযে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা ধরে রেখেছে পিএসজি। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে সেঁত এঁতিয়েন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।