ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে বছর শেষ লিভারপুলের চেম্বারলেইনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ইনজুরিতে বছর শেষ লিভারপুলের চেম্বারলেইনের ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে এ বছর আর কোনো ম্যাচ খেলতে পারবেন না অ্যালেক্স অক্সলেড-চেম্বরলেইন। অ্যাঙ্কেল লিগামেন্টের চোটে ভোগা এই লিভারপুল মিডফিল্ডারের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছেন তারই ক্লাব কোচ ইয়র্গেন ক্লপ।

২০১৯ সালে অল রেডসরা আরও দুটি ম্যাচ খেলবে। যেখানে আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা।

আর পরের রোববার উলভসের বিপক্ষে ঘরের মাঠ অ্যানফিল্ডে সূচি রয়েছে।

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফ্লামেঙ্গোর বিপক্ষে চোটে পড়েন ২৬ বছর বয়সী চেম্বারলেইন। তার পরিবর্তে অ্যাডাম লালানাকে মাঠে নামানো হয়। যেখানে রোমাঞ্চকর ম্যাচটিতে যোগ করা সময়ে রবার্তো ফিরমিনোর গোলে শিরোপা জিতে লিভারপুল।

অবশ্য চেম্বারলেইনের মাঠে ফিরতে কত সময় লাগবে, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলে জানান ক্লপ।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।