ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মরিনহোকে খারাপ সংবাদ দিলেন হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, জানুয়ারি ৪, ২০২০
মরিনহোকে খারাপ সংবাদ দিলেন হ্যারি কেন হ্যারি কেন ও হোসে মরিনহো

হ্যারি কেনের নতুন বছরটা শুরু হয়েছে বাজেভাবে। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড মার্চের আগে মাঠে ফিরতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। ইংলিশ অধিনায়ক হ্যামস্ট্রিং চোটে পড়েছেন, এমনটাই জানিয়েছে তার ক্লাব টটেনহাম।
 

গত বুধবার (০১ জানুয়ারি) সাউদাম্পটনের মাঠে চোট পাওয়ায় ৭৫ মিনিটের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় কেনকে। সেই ম্যাচে ১-০ গোলে হেরে যায় স্পার্সরা।

এরপর গত শুক্রবার (০৩ জানুয়ারি) টটেনহাম কোচ হোসে মরিনহো ইংলিশ ফরোয়ার্ডের চোট সম্পর্কে জানান, তারা ‘খারাপ সংবাদের’ আশা করছেন।  

শেষ পযর্ন্ত পর্তুগিজ কোচের অনুমানই ঠিক হয়েছে। দলের কঠিন সময়ে হয়তো মার্চের আগে ফিরতে পারবেন না কেন। তার মধ্যে রোববার (০৫ জানুয়ারি) এফএ কাপে তৃতীয় রাউন্ডে মিডলসবার্গের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে তাকে।  

দলের অন্যতম অস্ত্রকে হারানো নিয়ে আক্ষেপ প্রকাশ করে মরিনহো বলেন, ‘সবাই জানে সে কে আর দল, সমর্থক ও ক্লাবের জন্য সে কী অর্থ বহন করে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।