ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

ফুটবল

গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জানুয়ারি ২৩, ২০২০
গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার জয় গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার জয়

চাপ কমাতে লিওনেল মেসিকে ছাড়াই কোপা দেল রে’র রাউন্ড অব ৩২ এর ম্যাচ খেলতে নামে বার্সেলোনা। বিশ্রামে ছিলেন পিকে ও সার্জিও বুসকেতসও। এছাড়া চোটের কারণে তো লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলে নেই। তবে তৃতীয় সারির দল ইবিজার বিপক্ষে প্রথমে গোল হজম করে হারের শঙ্কা জাগায় বার্সা।

কিন্তু অঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে শেষ পর্যন্ত টুর্নামেন্টটির শেষ ষোলোয় উঠল কিকে সেতিয়েনের দল। বার্সা জেতে ২-১ গোলে।

ইবিজার মাঠে খেলতে নেমে আধিপত্য দেখালেও মাত্র নবম মিনিটেই গোল খেয়ে বসে বার্সা। গোলটি করেন ইয়োসেপ মার্তিন। তবে দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সাকে। ৭২তম মিনিটে কাতালানদের সময়তায় ফেরান গ্রিজম্যান। ফ্রেংঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে গোল করেন এই ফরাসি স্ট্রাইকার।

যোগ করা সময়ে কাঙ্খিত জয়সূচক গোলটি আসে। চতুর্থ মিনিটে গ্রিজমান বাঁ দিক দিয়ে কোনাকুনি শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে দলকে জয় এনে দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।