ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মাঠে নামবে ১৪ জুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুন ১, ২০২০
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মাঠে নামবে ১৪ জুন ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের শঙ্কা পেছেনে ফেলে মাঠে ফিরতে শুরু করেছে ফুটবল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইতোমধ্যে মাঠে গড়িয়েছে জার্মান বুন্দেসলিগা। ধাপে ধাপে মাঠে গড়াবে বাকি লিগ গুলো। আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ হবে ১৪ জুন।

লা লিগা ফেরার দিনক্ষণ আগেই ঠিক হলেও খেলার সূচি ঠিক করা ছিল না। তাই এবার ম্যাচের সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ।

১১ জুন সেভিয়া ও রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে স্প্যানিশ ফুটবল লিগ।

এর তিনদিন পর, ১৪ জুন রাত সাড়ে ১১টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ১৯ জুন পরের ম্যাচেও ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা।  

অন্যদিকে ১৪ জুন দিবাগত রাতে সন ময়েক্স স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের ১৮ নম্বর দল রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। ১৭ জুন রাতে ক্যাম্প ন্যুতে লেগানেসের বিপক্ষে লড়বে শিরোপা প্রত্যাশী কাতালান ক্লাবটি।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর দুই পয়েন্ট কম নিয়ে ৫৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে রিয়াল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াই চলছে ভালোভাবেই। ৪৭ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া। চার ও পাঁচ নম্বরে থাকা রিয়াল সোসিয়েদাদ ও গেতাফের পয়েন্ট সমান ৪৬। আর ছয় নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫।

আগামী ১৭ জুন থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ অার ২০ জুন থেকে মাঠে গড়াবে ইতালিয়ান সিরি’আ। তবে করোনার কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজিকে চ্যাম্পিয়ন করে মৌসুম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ০১, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।