ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ফুটবল

বার্সা বিশ্বের সেরা ক্লাব: ভিদাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, আগস্ট ১৪, ২০২০
বার্সা বিশ্বের সেরা ক্লাব: ভিদাল মেসি ও ভিদাল

বার্সেলোনা মিডফিল্ডার আর্তুরো ভিদাল জানিয়েছেন, তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ ‘বিশ্বের সেরা ক্লাবের’ বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে।  

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা।

তার আগে নিজের সাবেক ক্লাবকে উদ্দেশ্য করে চিলিয়ান তারকা বলেন, ‘আমি হতাশাটা বুঝতে পারছি তবে আমরাই বিশ্বের সেরা দল। সমস্যা হচ্ছে, আমরা তা সবসময় দেখায় না। ’ 

২০১৮ সালে অ্যালিয়েঞ্জ অ্যারেনা ছেড়ে ক্যাম্প ন্যুয়ে আসা ৩৩ বছর বয়সী ভিদাল যতোই বলুক না কেন, বার্সা বিশ্বের সেরা দল; নিজেদের দিনে কিন্তু যে কাউকে পরাজয়ের স্বাদ উপহার দিতে পারে বায়ার্ন। কাতালানদের সঙ্গে শেষবারের সাক্ষাতেও এগিয়ে আছে বাভারিয়ানরা। তবে ২০১৫ সালের সেই চ্যাম্পিয়নস লিগের দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতেছিল বার্সা।  

এছাড়া ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বে দু’দলই সমান পাঁচবার করে মুকুট মাথায় তুলেছে।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।