ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ বনাম নেপাল: গোলশূন্য প্রথমার্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
বাংলাদেশ বনাম নেপাল: গোলশূন্য প্রথমার্ধ ছবি: শোয়েব মিথুন

মুজিববর্ষ ফুটবল সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে নেপাল। দু’দলের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে।

 

মঙ্গলবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালের বিপক্ষে কিছুটা আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে বাংলাদেশ। কয়েকবার আক্রমণ করেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি স্বাগতিকরা। ম্যাচের ২৩তম মিনিটে সুমন রেজার শট অল্পের জন্য গোল ক্রসবার ঘেঁষে যায়।

২৭তম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের দারুণ শট নেপালের ডিফেন্ডার ব্লক করে দেন। ৩১তম মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে জীবনের বাড়ানো ক্রসে শট নেন রেজা। তবে নেপালের গোলরক্ষক সেটা সহজেই ধরে ফেলেন।

এরপর বাকিটা সময় চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি লাল-সবুজরা। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।