ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সৈয়দপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
সৈয়দপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারী: মাদককে না বলি খেলাকে হ্যাঁ বলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে শহরের কয়াগোলাহাট এলাকায় খেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম।

আলোর মিছিল নামে সামাজিক সংগঠন ওই টুর্নামেন্টের আয়োজন করে।

আলোর মিছিল সংঘের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা, সুভা সভাপতি নওশাদ আনসারী, আলোর মিছিল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শিপন, সিনিয়র সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুমন, ক্রীড়া সম্পাদক মো. রাজু ইসলাম  সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সুধীজনরা।

উদ্বোধনী খেলায় আলমগীর আইটি গোলাহাট টিম টাইব্রেকারে ৩-১ ব্যবধানে মিহির একাদশ মিস্ত্রিপাড়াকে পরাজিত করে। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। আগামী ১২ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।