ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সাকে ১২২ মিলিয়ন ইউরো বাঁচিয়ে দিচ্ছেন খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
বার্সাকে ১২২ মিলিয়ন ইউরো বাঁচিয়ে দিচ্ছেন খেলোয়াড়রা বার্সেলোনা ফুটবল দল

বার্সেলোনার খেলোয়াড়রা পারিশ্রমিক ছাড় দিতে রাজি হয়েছেন। আর তাতে স্প্যানিশ জায়ান্টদের বাঁচবে ১২২ মিলিয়ন ইউরো বা ১১০ মিলিয়ন পাউন্ড।

এছাড়া ২৬ বারের লা লিগা চ্যাম্পিয়নরা রাজি হয়েছে তিন বছরের জন্য তাদের খেলোয়াড়দের সঙ্গে ৫০ মিলিয়ন ইউরো (৪৫ মিলিয়ন পাউন্ড) পরিবর্তনশীল পারিশ্রমিক বিলম্বিত করতে।  

বার্সার সর্বশেষ অ্যাকাউন্টগুলোতে ৯৭ মিলিয়ন ইউরোর (৮৭ মিলিয়ন পাউন্ড) একটি ক্ষতি দেখানো হয়েছিল যখন নেট ঋণ দ্বিগুণের বেশি ৪৮৮ মিলিয়ন ইউরো (৪৩৮ মিলিয়ন পাউন্ড) হয়েছে।  

ক্লাবটি জানায়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পুন-র্নির্দেশের জন্য এটি এক বিশাল গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।  

মার্চে, করোনা ভাইরাস মহামারির সময় বার্সেলোনার খেলোয়াড়রা নিজেদের ৭০ শতাংশ পারিশ্রমিক কাটতে দিতে রাজি হয়েছিল এবং ক্লাবের নন-স্পোর্টিং কর্মচারীদের সম্পূর্ণ বেতন পেতে অবদান রেখেছিল।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।