ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেখ রাসেলকে হারিয়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
শেখ রাসেলকে হারিয়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী চট্টগ্রাম আবাহনীর জয়োল্লাস। ছবি: শোয়েব মিথুন

বছরের প্রথমদিনে সুখস্মৃতি নিয়ে মাঠ ছেড়ে চট্টগ্রাম আবাহনী। শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বন্দর নগরীর ক্লাবটি।

 

শেখ রাসেলের কপাল পুড়ে অতিরিক্ত সময়ে। ছয় মিনিটের এক ঝড়ে তছনছ হয়ে যায় প্রতিযোগিতার ২০১২ সালের চ্যাম্পিয়নরা। ১০৭তম মিনিটে দারুণ এক ভলিতে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন রাকিব হোসেন। ১১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বী। এর আগে অবশ্য বড় সুযোগ পেয়েছিল শেখ রাসেলও।  

ছবি: শোয়েব মিথুন

তবে তাদের দুর্ভাগ্যই বলতে হবে। ৬৩তম মিনিটে ডি-বক্সে মোনেকেকে উজবেকিস্তানের ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলি ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। কিন্তু জিয়াকার্লো লোপেজ রদ্রিগেজের দুর্বল শট ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক নাইম।

এরপর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনীও। ৮৬তম মিনিটে দিদিয়েরের চিপ ধরে শট নেন কাওসার। তবে ছুটে এসে পথ আগলে দাঁড়ান রানা। বেঁচে যায় শেখ রাসেল। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।  

ছবি: শোয়েব মিথুন

সেখানেই শেখ রাসেলের স্বপ্ন কেড়ে নেন রাকিব। অরক্ষিত অবস্থায় থেকে ১০৭তম মিনিটে সতীর্থের ক্রসে বাঁ পায়ের নিখুঁত ভলিতে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন তিনি। এরপর উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে শেখ রাসেল। ১১৩তম মিনিটে দিদিয়েরের লম্বা পাস ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন রাব্বী।

শেষদিকে ম্যাচ জমে ওঠে আরও। রাব্বীর মুখে ঘুষি মেরে সরাসরি লালকার্ড দেখেন শেখ রাসেলের বদলি ফরোয়ার্ড তকলিস আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।