ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদোর জোড়া গোলে বছরের প্রথম ম্যাচে জুভদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৮, জানুয়ারি ৪, ২০২১
রোনালদোর জোড়া গোলে বছরের প্রথম ম্যাচে জুভদের দাপুটে জয় রোনালদোর জোড়া গোলে জুভদের দাপুটে জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে নতুন বছরটা দারুণভাবে শুরু করল জুভেন্টাস। ইতালিয়ান সিরি’আ লিগে উদিনেসকে ৪-১ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

দলের হয়ে অন্য দু’টি গোল করেন ফেদেরিকো চিয়েসা ও পাওলো দিবালা।

রোববার ঘরের মাঠে উদিনেসকে আতিথেয়তা জানিয়ে আক্রমণের আধিপত্য ধরে রাখে জুভরা। এরই ফলে ম্যাচের ৩১তম মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অ্যারন রামসির সহায়তায় গোলটি করেন সিআর সেভেন।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। এবার রোনালদোর পাসে চিয়েসা গোলটি করেন। পরে ম্যাচের ৭০তম মিনিটে বেনতাকুরের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।  

ম্যাচের শেষদিকে খেলা আরও জমে ওঠে। ৯০তম মিনিটে উদিনেসের হয়ে মারভিন জিগেলার একটি গোল শোধ দিলেও অতিরিক্ত তৃতীয় মিনিটের সময় পাওলো দিবালা আরেকটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে ওঠে এসেছে জুভেন্টাস। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উদিনেস।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।