ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মার্তিনেসের হ্যাটট্রিকে ইন্টারের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
মার্তিনেসের হ্যাটট্রিকে ইন্টারের গোল উৎসব জার্সির ভেতরে বল ঢুকিয়ে মার্তিনেসের গোল উদযাপন

পিছিয়ে পড়েও গোল উৎসব সেরেছে ইন্টার মিলান। সিরি’আ লিগে ঘরের মাঠ সান সিরোতে লওতারো মার্তিনেসের হ্যাটট্রিকে ক্রোটনকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেরাজ্জুরিরা।

 

১২তম মিনিটে এগিয়ে গিয়েছিল ক্রোটন। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি আন্তনিও কন্তের দল। রোমেলু লুকাকুর পাস থেকে ১৯তম মিনিটে ইন্টারকে সমতায় ফেরান মার্তিনেস। এরপরে ফের এগিয়ে যায় নেরাজ্জুরিরা।  

এবার নিজেদের ভুলে ৩১তম মিনিটে গোল হজম করে বসে ক্রোটন। অবশ্য আত্মঘাতি গোল হজম করলেও ৩৬তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে তারা।  

২-২ ব্যবধানে প্রথমার্ধ শেষ করলেও বিরতির পর ভয়ঙ্কর হয়ে ওঠে ইন্টার। ৫৭ ও ৭৮তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মার্তিনেস। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জ্বলে ওঠার রাতে থেমে থাকেননি লুকাকো ও আশরাফ হাকিমিরা। মার্তিনেসের হ্যাটট্রিক পূরণের আগে ৬৪তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন লুকাকু। ৮৭তম মিনিটে ইন্টারের শেষ গোলটি করেন হাকিমি।  

এ নিয়ে টানা ৮ ম্যাচে জয় পেলো ইন্টার। অবশ্য তাতেও নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের নিচে থাকতে হচ্ছে তাদের। দশ জনের দল হয়ে পড়েও বেনেভেন্তোর মাঠে ২-০ গোলে জয় পাওয়া স্তেফানো পিওলির শিষ্যরা ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষস্থানে। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইন্টার। ৩০ পয়েন্ট নিয়ে তিনে রোমা। ২৮ পয়েন্ট নিয়ে নাপোলি আছে চারে। পাঁচে থাকা জুভেন্টাসের পয়েন্ট ২৭।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।