ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে শীর্ষে ফিরল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
দাপুটে জয়ে শীর্ষে ফিরল বায়ার্ন লেভা-সানের গোল উদযাপন

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে মেইঞ্জকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।

 

এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বায়ার্ন। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে লাইপজিগ।  

প্রথমার্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চমকে দেয় মেইঞ্জের জোনাথন বার্ককার্ড এবং আলেক্সান্দার হাকের গোল। তবে বিরতির পর স্বরূপে ফিরে বায়ার্ন।  

লেভার পাস থেকে ৫০তম মিনিটে জশুয়া কিমিচ ব্যবধান কমান। এর পাঁচ মিনিট পর কিমিচের পাস থেকে বায়ার্নকে সমতায় ফেরান লেরয় সানে। এরপর বদলি হিসেবে নেমে নিকলাস সুলের গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। ৭৬ ও ৮৩তম মিনিটে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন লেভা। পোলিশ স্ট্রাইকার শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।  

এই নিয়ে ১২ ম্যাচ অপরাজিত বায়ার্ন।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।