ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের গোলে ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
শেষ মুহূর্তের গোলে ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী। ছবি: শোয়েব মিথুন

ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। সোমবার (০৪ ডিসেম্বর) অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উত্তর বারিধারার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আবাহনী। ২০তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো ইন থেকে পাওয়া বল সাইঘানি হেড করলে সেই বল গোললাইন থেকে ফিরিয়ে দেন বারিধারা ডিফেন্ডার পাপন সিং।

প্রথমার্ধের যোগ করা সময়ে সহজ গোলের সুযোগ হাত ছাড়া করেন আবাহনীর স্টাইকার নাবীন নেওয়াজ জীবন। সাইঘানির থ্রু পাস বল পেয়ে নিয়ন্ত্রণ নিলেও ফিনিশিং করতে পারেননি।

বিরতির পর ৫৮তম মিনিটে কেরভেন্স ফিলস বেলফোর্টের ক্রস থেকে পাওয়া বল ঠিকমত কাজে লাগাতে পারেননি ফিলহো।

খেলার শেষ মুহূর্তে গোলের দেখা পায় আবাহনী। নাসিরউদ্দিন চৌধুরির থ্রো-ইন থেকে বল পান সাইঘানি। লং পাসে বল জীবনের কাছ থেকে পেয়ে যান ফিলহো। জোড়ালো শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

আগামী বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।