ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রিয়াল থেকে ফের পুরনো ঠিকানায় জোভিচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, জানুয়ারি ১৪, ২০২১
রিয়াল থেকে ফের পুরনো ঠিকানায় জোভিচ লুকা জোভিচ

রিয়াল মাদ্রিদ থেকে ৬ মাসের ধারে ফের এনট্রাখট ফ্রাঙ্কফুর্টে যোগ দিয়েছেন লুকা জোভিচ। জার্মান ক্লাবটির বরাতে খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

 

সার্বিয়ান স্ট্রাইকারকে আনতে ৬০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হয়েছিল লস ব্লাঙ্কোসদের। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে জোভিচ থাকলেন ১৮ মাস। কোচ জিনেদিন জিদানের অধীনে নিয়মিত সুযোগও পাচ্ছিলেন না তিনি।  

যার ফলে রিয়ালে যোগ দেওয়ার আগে যেখানে নাম কামিয়েছিলেন ফের সেখানে ফিরে গেছেন ২৩ বছর বয়সী তারকা। তবে তাকে কেনার কোনো অপশন রাখেনি স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।