ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

ফুটবল

রিয়াল মাদ্রিদ-আলাবা চুক্তি সম্পন্ন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জানুয়ারি ১৯, ২০২১
রিয়াল মাদ্রিদ-আলাবা চুক্তি সম্পন্ন ডেভিড আলাবা

ডেভিড আলাবার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমের জন্য লস ব্লাঙ্কোসদের প্রথম চুক্তি হতে যাচ্ছেন ২৮ বছর বয়সী অস্ট্রিয়ান ডিফেন্ডার।

 

বায়ার্ন মিউনিখের সঙ্গে আলাবার চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই বাভারিয়ানদের ছেড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দেবেন তিনি।  

বছরে ১১ মিলিয়ন ইউরোর কাছাকাছি বেতনে ৪ বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে যেতে রাজি হয়েছেন আলাবা।  

গত ০১ জানুয়ারি থেকে রিয়ালের সঙ্গে আলাবার আলোচনা চলছিল। তারই প্রেক্ষিতে চুক্তি সম্পন্ন হলো। ইতোমধ্যে ভবিষ্যৎ ক্লাবের জন্য মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।