ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ ছবি: সংগৃহীত

ম্যাচে গোলের দেখা মিলল ৫ বার। এর মধ্যে একবার লিভারপুল এগিয়ে যায়, তো আরেকবার ম্যানচেস্টার ইউনাইটেড।

এমন রোমাঞ্চকর ম্যাচ জিতে এফএ কাপের শেষ ষোলো নিশ্চিত করল ওলে গানার সুলশারের দলের।

ওল্ড ট্রাফোর্ডে রোববার (২৫ জানুয়ারি) রাতে রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। ম্যানইউর জয় নিশ্চিত গোলটি আসে ব্রুনো ফার্নান্দেসের ফ্রি-কিক থেকে। স্বাগতিকদের হয়ে বাকি দুই গোল করেছেন ম্যাসন গ্রিনউড এবং মার্কাস রাশফোর্ড।

দুর্দান্ত ফর্মে থাকা ইউনাইটেড প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন। এই ম্যাচেও দলটি চ্যাম্পিয়নের মতোই খেলেছে। যদিও খেলার মাত্র ১৮তম মিনিটেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। রবার্তো ফিরমিনোর পাস ধরে ডি-বক্সে ঢুকে চিপ শটে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান সালাহ।  

লিভারপুলের এগিয়ে যাওয়ার স্বস্তি দীর্ঘায়িত হতে দেয়নি ইউনাইটেড। ২৬তম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে রাশফোর্ডের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন গ্রিনউড।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ৫৮তম মিনিটেই সমতায় ফেরান সালাহ। তবে লিভারপুলের সব আশা শেষ হয়ে যায় ৭৮তম মিনিটে। দুর্দান্ত এক ফ্রি-কিকে ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন ফার্নান্দেস।  

শেষ ষোলোয় ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।