ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খাগড়াছড়ি প্রমিলা ফুটবল চ্যাম্পিয়ন চেঙ্গী উপবন সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
খাগড়াছড়ি প্রমিলা ফুটবল চ্যাম্পিয়ন চেঙ্গী উপবন সমিতি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শেখ রাসেল প্রমিলা ফুটবল টুর্নামেন্টের শিরোপ জিতলো পানছড়ির চেঙ্গী উপবন সমবায় সমিতি। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) টুর্নামেন্টের ফাইনাল খেলায় চেঙ্গী উপবনের কিশোরীরা ১-০ ব্যবধানে হারিয়েছে খাগড়াছড়ি ফুটবল একাডেমিকে।

দলের পক্ষে একমাত্র গোলটি করেন থুইমনা মারমা।  

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল প্রমিলা ফুটবল টুর্নামেন্টের অর্থায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। জেলার ৮টি প্রমিলা দল এতে অংশ নয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পোরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শান আলম, জেলা ক্রীড়া সংস্থার সেক্রটারি জুয়ল চাকমা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এডি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।