ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ফের ইনজুরিতে মাঠের বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, নভেম্বর ২৮, ২০২১
ফের ইনজুরিতে মাঠের বাইরে নেইমার

দীর্ঘ ৪ মাস ২০ দিন পর পিএসজির হয়ে অভিষেক হয়েছে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের। সাঁত এতিয়েনের বিপক্ষে দলও জিতেছে ৩-১ ব্যবধানে।

লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে দলের জয়ের দিনে দুঃসংবাদ পেলেন বন্ধু নেইমার। ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে তাকে।

ম্যাচের ৭৭তম মিনিটে ইভান ম্যাকন ফাউল করেন নেইমারকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা। এরপর কাঁদতে শুরু করেন তিনি। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যায় মেডিক্যাল টিম। পায়ের গোড়ালিতে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন তিনি।

তার এমন ভয়াবহ ইনজুরির পর ম্যাচ শেষে এক টুইটে স্কাই স্পোর্টসের সাংবাদিম ফাব্রিজিও রোমানো বলেন, ‘নেইমার জুনিয়রের জন্য অনেক শুভ কামনা। মনে হচ্ছে খুব মারাত্মক ইনজুরি। সে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে। আশা করি দ্রুতই নেইমারকে আবারও মাঠে দেখতে পাবো। ’

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।