ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনায় আক্রান্ত মার্সেলো-মদ্রিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
করোনায় আক্রান্ত মার্সেলো-মদ্রিচ

রিয়াল মাদ্রিদের দুই অভিজ্ঞ ফুটবলার মার্সেলো ও লুকা মদ্রিচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লস ব্ল্যাঙ্কোসরা।

 

মার্সেলোর করোনা পজিটিভ হওয়া রিয়ালের জন্য খুব বেশি দুশ্চিন্তার কারণ হবে না। কারণ ব্রাজিলিয়ান লেফট-ব্যাক এই মৌসুমের অধিকাংশ সময় বেঞ্চ গরম করেই কাটিয়েছেন। তবে মদ্রিচ না থাকায় বিপাকেই পড়বে কার্লো আনচেলত্তির দল। কারণ গত সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের দুর্দান্ত পারফরম্যান্সেই জয় তুলে নিয়েছিল রিয়াল।

আগামী রোববার রাতে কাদিজকে আতিথ্য দেবে রিয়াল।  একই সপ্তাহের বুধবার অ্যাতলেতিক বিলবাওয়ে খেলতে যাবেন বেনজেমা-ভিনিসিয়ুসরা। এই দুই ম্যাচেই খেলা হবে না মার্সেলো ও মদ্রিচের। অর্থাৎ এ বছর আর মাঠে নামা হবে না তাদের। এরপর ২০২২ সালের ২ জানুয়ারি গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন তারা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।