ইনজুরির কারণে নেইমার আগে থেকেই ছিলেন না। আর নিষেধাজ্ঞার কারণে ছিলেন না কিলিয়ান এমবাপ্পেও।
লরিয়েঁর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও দি মারিয়াকে নিয়ে সাজানো হয় পিএসজির আক্রমণভাগ। ম্যাচের আগে পিএসজির সহজ জয়ই ভেবে নিয়েছিল সবাই। কিন্তু ম্যাচে হলো উল্টোটা।
পিএসজির উপর চাপ অব্যাহত রেখেই ৯০ মিনিট শেষ করেছে তারা। শুধু জয়টা আসেনি লরিয়েঁর। শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের।
ম্যাচের ৪০তম মিনিটে মনকুনডুইটের গোলে এগিয়ে যায় লরিয়ঁ। এই লিড তারা ধরে রাখে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু যোগ করা সময়ে আর্জেন্টাইন তারকা ইকার্দি গোল করে পিএসজিকে হার থেকে বাঁচান।
যদিও খেলার ৮৬তম মিনিটে লাল সার্জিও রামোস কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। নিজের ফরাসি লিগের দ্বিতীয় ম্যাচেই লাল কার্ড দেখলেন তিনি।
ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। তবে পুরোটা সময় খেলেছেন দুর্দান্ত। তার একটি শট ফিরে এসেছে গোলবারে লেগে। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাতবারের ব্যালন ডি’অরজয়ীর হাতেই।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ২২৩, ২০২১
এমএমএস