ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

ফুটবল

ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, জুলাই ২৮, ২০২২
ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে জার্মানি

ছেলেদের ফুটবলে দাপিয়ে বেড়ালেও মেয়েদের ফুটবলে তেমন উন্নতি করতে পারছে না ফ্রান্স। এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি দলটি।

এবারের উয়েফা ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির কাছে হেরে ফের স্বপ্নভঙ্গ হলো তাদের।

বুধবার রাতে বাকিংহ্যামশায়ারে ফ্রান্সের মেয়েদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে জার্মানি। দলটির হয়ে দুইটি গোলই আসে আলেকসান্দ্রা পপের পা থেকে।

ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখা জার্মানি এগিয়ে যায় ৪০তম মিনিটে; পপের দারুণ ভলিতে। ৪৪তম মিনিটে সমতায় ফেরে ফ্রান্স। জার্মানির গোলরক্ষক মেরলে ফ্রোয়েমসের গায়ে লেগে গোলপোস্ট থেকে ফিরে আসে বল জালে জড়ায়।

বিরতির পর দারুণ এক গোলে ফ্রান্সের স্বপ্ন ভেঙ্গে দেন পোপ। বক্সে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার। পরবর্তীতে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে সেমিফাইনাল জিতে নেয় রেকর্ড আট বারের চ্যাম্পিয়নরা।

আগামী রোববার (৩১ জুলাই) ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানির মেয়েরা।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।