ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

এক মাস মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন রোমেরোকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, আগস্ট ১৮, ২০২২
এক মাস মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন রোমেরোকে

আর্জেন্টিনা জাতীয় দলের জন্য অন্যতম ভরসার নাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। একই ব্যাপার টটেনহ্যাম হটস্পারের জন্যও, কোচ অ্যান্তেনিও কন্তের অন্যতম বড় অস্ত্র তিনি।

এই ডিফেন্ডার এবার ছিটকে গেছেন বেশ ভালো সময়ের জন্যই।  

ইনজুরির কারণে এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। চেলসির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে টটেনহ্যাম। ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। কিন্তু এর সঙ্গে টান লাগে পেশিতে। তাতেই ছিটকে পড়েছেন তিন থেকে চার সপ্তাহের জন্য।  

আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের ১০ তারিখ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবলে ফিরতে পারবেন রোমেরো। যদিও এর মাঝেই মিস করতে হবে ইপিএলের অনেকগুলো ম্যাচ। টটেনহ্যামের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও তার থাকার সম্ভাবনা ক্ষীণ।

আর্জেন্টাইন সমর্থকদের জন্য অবশ্য আছে আশার আলোই। আগামী মাসে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তরা, বিশ্বকাপের আগে ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। এগুলোতে রোমেরোর থাকার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সময় : ১০১৯, আগস্ট ১৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।