ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনকে ‘অদ্ভূত’ বলছেন পিএসজি সভাপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনকে ‘অদ্ভূত’ বলছেন পিএসজি সভাপতি

গত বছর দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লা লিগার সঙ্গে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগও।

এই টুর্নামেন্ট জেতার পথে তারা হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকেও। গত কয়েক বছর ধরে প্রচুর বিনোয়োগ করেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না পিএসজি। এ নিয়ে তাদের হতাশাও স্পষ্ট।  

এদিকে চলছে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের জেনারেল অ্যাসেম্বলি। সেখানে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জেতা উদযাপন নিয়ে সমালোচনা করেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। কারণটা অবশ্য অন্য।  

গত বছর ১২ দল মিলে সুপার লিগ নামের নতুন টুর্নামেন্ট নিয়ে আসার পরিকল্পনা হয়েছিল। ৯ ক্লাব সরে এলেও এখনও সুপার লিগ আয়োজনে অনড় রিয়াল মাদ্রিদ। আর এই কারণেই উয়েফার ক্লাব প্রতিযোগিতা জিতে তাদের উদযাপনকে অদ্ভূত বলছেন পিএসজি সভাপতি।

তিনি বলেছেন, ‘অদ্ভূত ব্যাপার হচ্ছে তারা উয়েফার ক্লাব প্রতিযোগিতা জিতে উদযাপন করছে। এটা (চ্যাম্পিয়ন্স লিগ) পুরো পৃথিবীর সেরা ক্লাব প্রতিযোগিতা। এটা খুব অদ্ভূত যে আপনি ইতোমধ্যেই আছে আর দুর্দান্ত একটা ক্লাব প্রতিযোগিতার বিরুদ্ধে গেছেন। ’

‘কিন্তু আবার অংশ নিচ্ছেন, উদযাপন করছেন আর শিরোপা জেতাও উপভোগ করছেন; সত্যি বলতে এটা আমার কাছে খুবই অদ্ভূত লেগেছে। ’

বাংলাদেশ সময় : ১৪৫০, সেপ্টেম্বর ২৫, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।