ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিসিকে ৯ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
সিসিকে ৯ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

সিলেট: সিলেট নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে চালু করা হয়েছে নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে নগরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরীপাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম চালু হয়।



এদিন ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরীপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ৫টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।  
এ সময় মেয়র জানান, ইউনিসেফের সহযোগিতায় নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হবে। এছাড়া শিগগিরই নগরে আরও ৫টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে।

পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডেই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে বলে জানান তিনি।

উদ্বোধনকালে ইউনিসেফ সিলেটের ফিল্ড অব চিফ কাজী দিল আফরোজ ও সিসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।