ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইএসএমও পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, অক্টোবর ২০, ২০২৫
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইএসএমও পরীক্ষা অনুষ্ঠিত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইএসএমও পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা: ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজি (ইএসএমও) ঘোষণা অনুযায়ী প্রথমবারের মতো ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মর্যাদাপূর্ণ ইএসএমও পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগে এ পরীক্ষা হয়।

এতে অংশ নেন দেশের অনকোলজি পেশাজীবীরা।

বিশ্বব্যাপী অনকোলজি দক্ষতার মানদণ্ড হিসেবে স্বীকৃত ইএসএমও পরীক্ষার প্রার্থীদের ক্লিনিক্যাল জ্ঞান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করে। পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকরা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ পাবেন, যা তাদের জাতীয় ও বৈশ্বিক স্তরে অনকোলজি চর্চায় অবদান রাখার সক্ষমতা বাড়াবে।
 
পরীক্ষা বিশ্বের বিভিন্ন অনুমোদিত কেন্দ্রে (সুইজারল্যান্ড, ইরাক, মিশর, গ্রিস, নেপাল) একযোগে অনুষ্ঠিত হয়েছে্।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ইএসএমও বর্তমানে বিশ্বের শীর্ষ অনকোলজি পেশাজীবীদের সংগঠন, যার সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি এবং তারা ১৭০টিরও বেশি দেশে সক্রিয়। শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল গাইডলাইন প্রদানের মাধ্যমে ইএসএমও ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় বৈশ্বিক উৎকর্ষ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  


প্রথমবারের মতো ইএসএমও সার্টিফিকেশন পরীক্ষাটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো। যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কেননা দেশের অনকোলজি পেশাজীবীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ পরীক্ষায় অংশ নিতে পারবেন নিজ দেশের মাটিতে। ফলে স্থানীয় প্রার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং দেশে ক্যান্সার চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তি

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।