ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, আগস্ট ১, ২০২৩
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৪

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৫৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

মঙ্গলবার ( আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৫৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ১৩১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৪৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৬৯৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ২৬৪ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪৩২ জন ছাড়পত্র পেয়েছেন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের জনের মৃত্যু হয়েছে এর নয় জন ঢাকা সিটিতে এবং একজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান

বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৬১ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ঢাকা সিটির ২০৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৬ জন মারা যান

চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪১৬ জন এর মধ্যে ঢাকা সিটিতে ৩০ হাজার ৩১১ জন সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৪ হাজার ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন

চলতি বছরে পর্যন্ত মোট ৪৪ হাজার ৮৯১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ২৫ হাজার ২৫৭ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ১৯ হাজার ৬৩৪ জন ছাড়পত্র পেয়েছেন

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ২৬৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন ঢাকা সিটিতে চার হাজার ৮৬৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ৩৯৫  রোগী হাসপাতালে ভর্তি আছেন

গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট , ২০২৩
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।