ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

অভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ‘মাইন্ড হিল’ প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, সেপ্টেম্বর ১৮, ২০২৫
অভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ‘মাইন্ড হিল’ প্রকল্প

জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে জার্মানির সহায়তায় ‘মাইন্ড হিল’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সম্পাদক মো. তামিম খান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

তামিম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই শহীদ এবং আহতদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়েকটি মন্ত্রণালয় এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তভাবে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং পুনর্বাসন নিয়ে কাজ করবে। শিল্প মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় আমাদের এই বিষয়ে আশ্বাস দিয়েছে। ৫০/৬০টি কোর্সের মাধ্যমে আহতদের এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। যে যে কাজে দক্ষ, তাকে সেই কাজের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা ১০০ জন আহতকে কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। ৩০ জন আহত জুলাই যোদ্ধাকে কেয়ার গিভিং প্রশিক্ষণ দিয়ে জাপানে পাঠানোর ব্যাবস্থা করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ ও আহতদের ভ্যানগার্ড হয়ে কাজ করছে। আমরা যেন তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং পুনর্বাসন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সম্পাদক বলেন, আন্দোলনে আহত অনেকেই মানসিকভাবে অসুস্থ। তারা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দীর্ঘ সময় ধরে রয়েছেন। ফলে তাদের মানসিক সমস্যা তৈরি হয়েছে। তাদের নানাবিধ জটিলতা চলছে। তালিকা প্রণয়ন, ক্যাটাগরির সমস্যা, ঠিক সময়ে ভাতা দেওয়া হচ্ছে না। এসব সমস্যা যেন সঠিকভাবে কাটিয়ে উঠতে পারি, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে। আহতদের মানসিক সমস্যা সমাধানে জার্মানির সঙ্গে যৌথভাবে ‘মাইন্ড হিল’ নামে একটা প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্প আহতদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করবে।

আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।