ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

তিন দিনব্যাপী শুরু হলো বাংলা মেডিএক্সপো ২০২৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
তিন দিনব্যাপী শুরু হলো বাংলা মেডিএক্সপো ২০২৩ বাংলা মেডিএক্সপোতে ক্রেতারা। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: দেশের বাজারে অত্যাধুনিক মেডিক্যাল সেবা যন্ত্রাংশ ও সরঞ্জামাদির পরিচয় করিয়ে দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা মেডি এক্সপো ২০২৩।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ এক্সপো’ শুরু হয়।

এস ডি প্রোমো মিডিয়া ও ইথ্রি সলিউশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক্সপোর উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীটি চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে।  

কনভেনশন সেন্টারের হল নম্বর ২ ও ৪ এর চলছে এই এক্সপো।

জানতে চাইলে এক্সপো আয়োজক প্রতিষ্ঠান এস ডি প্রোমো মিডিয়া মার্কেটিং ও প্রমোশন এক্সিকিউটিভ অভিক রয় বলেন, আমাদের এক্সপো তিন দিনব্যাপী। এখানে ইন্ডিয়া, ইউরোপ, জার্মানি, সুইজারল্যান্ড ও মালয়েশিয়া, পাকিস্তানসহ দেশীয় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আমাদের উদ্দেশ্য একটাই দেশের বাজারে উন্নত মানের মেডিকেল সরঞ্জামাদির পরিচয় করানো।  

কথা হয় ট্রেলারড মেডিক্যাল সিস্টেম লিমিটেডের প্রকৌশলী শামসুদ্দোহার সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, আমরা মূলত দেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি করি। আমাদের পণ্যগুলোর মধ্যে রয়েছে রেডিওলজি, সিটিস্ক্যান মেশিন, অত্যাধুনিক এমআরআই মেশিন। এছাড়া রয়েছে সিআর স্ক্যানার।

জেনেক্স ইনকর্পোরেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল ফয়সাল বলেন, আমাদের পণ্যগুলো মূলত হচ্ছে ল্যাব কেন্দ্রিক। এর অধিকাংশ কাজে লাগে ল্যাবে। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে। আমাদের কেমিক্যাল পণ্যগুলো আমদানি করা হয় ইতালি, ফ্রান্স এবং ভারত থেকে। শুধু যে এই এক্সপোতে মেডিকেল সামগ্রী রয়েছে তা নয়। এক্সপোতে এসেছে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানও। তেমন কি একটি প্রতিষ্ঠান জেনেসিস বিডি। তারা মূলত ভারতীয় সেবাদান প্রতিষ্ঠান।
২০১৭ সাল থেকে তারা বাংলাদেশে সেবা দিয়ে আসছে। তারা মূলত বাচ্চা হয় না এমন রোগীদের সেবা দিয়ে থাকেন। তাদের মূল সেবাই হচ্ছে টেস্ট টিউব বেবি।  

প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার শরীফ আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠানটি মূলত চেন্নাইভিত্তিক প্রতিষ্ঠান। আমরা এখানে টেস্ট টিউব বেবির মাধ্যমে রোগীদের সেবা দিয়ে থাকি। বাংলাদেশে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ২০১৭ সালে। প্রতিষ্ঠানের সফলতার হার অনেক।

এক্সপোতে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে অংশ নিয়েছে এবিসি বায়োটেক লিমিটেড। তাদের পণ্যগুলোর মধ্যে হলো অক্সিমিটার, থার্মোমিটার, ফিডেল ডপলাম ,ডায়াবেটিস ও হিমোগ্লোবিন পরিমাপ করার মেশিন।  

ওই প্রতিষ্ঠানের মেডিকেল প্রমোশন অফিসার তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের পণ্যগুলো মূলত নিত্য প্রয়োজনীয় পণ্য যা চিকিৎসকের পরামর্শ ছাড়াও ব্যবহার করা যায়। এগুলো যেমন দামে সাশ্রয়ী তেমনি টেকসই।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।