ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ২২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, নভেম্বর ৬, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ২২২

ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২২ জনে।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

মারা যাওয়া ওই ব্যক্তি হলেন গোপালগঞ্জের মুকসুদপুরের ছোট বাহারা এলাকার গৌরী মালোর ছেলে তারাপদ মালো (৬৫)।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২২২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৭৫ জন।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৭৯২ জন। এরমধ্যে ২১ হাজার ১৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।