ঢাকা: চিকিৎসাসেবাকে গতিশীল করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে ভারতের মেডস্টান হেলথ কেয়ার ও ম্যারিঙ্গো এশিয়া হেলথ কেয়ারের ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ সমঝোতা চুক্তি সই হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মেডস্টান হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শেখ জসিমউদদীন, ম্যারিঙ্গো এশিয়া হেলথ কেয়ারের পক্ষে ফান্ডিং মেম্বার জাইভয় থমাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সইকারী তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ ও জটিল জটিল চিকিৎসাসেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে এই চুক্তি সই করা হয়। সুনির্দিষ্ট ক্ষেত্রে রোগীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়াও এই চুক্তির অন্যতম লক্ষ্য।
বিএসএমএমইউ সূত্রে জানা যায়, এ চুক্তির মাধ্যমে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি, এডভান্স পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, পেডিয়াট্রিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট, পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্ল্যান্ট, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট, বিভিন্ন ধরনের অর্গান ট্রান্সপ্ল্যান্ট, এডভান্স স্পাইন সার্জারি ইত্যাদি বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার হবে।
চুক্তি সইকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আরকেআর/এসআইএ