ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জ হাসপাতালে ইসিজি আল্ট্রাসনোগ্রাফি চালু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১, ২০১২
সিরাজগঞ্জ হাসপাতালে ইসিজি আল্ট্রাসনোগ্রাফি চালু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর হাসপাতালে রোববার সকালে সরকারিভাবে সরবরাহকৃত ইসিজি ও আল্ট্রাসনোগ্রাফিসহ বেশ কয়েকটি নতুন চিকিৎসা যন্ত্র চালু হয়েছে।

চিকিৎসা যন্ত্রগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের পরিচালক প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না।



সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নাজিমুদ্দিন খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আশরাফ-উজ্জামান, ম্যাটসের অধ্যক্ষ শচিন্দ্র নাথ বসাক, জেলা বিএমএ`র সভাপতি ডা. জহুরুল হক রাজা, স্বাচিপের জেলা সভাপতি আব্দুর রাজ্জাক আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সদর হাসপাতালের সিনিয়র কার্ডিয়াক সার্জন ডা. ওসমান গণি শামীম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রবিউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।