ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য হচ্ছেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য হচ্ছেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।  

সোমবার (৪ মার্চ) বিকেলে ডা. দীন মোহাম্মদ নূরুল হক নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগেই আমি বিষয়টি জানতে পেরেছি। প্রধানমন্ত্রী অনেক আশা নিয়ে আমাকে এ দায়িত্ব দিচ্ছেন।

উপাচার্য হিসেবে দায়িত্ব নিলে আমি চাইবো প্রতিষ্ঠানটি যেন মানব সেবায় বাংলাদেশে শ্রেষ্ঠ অবদান রাখতে পারে। বিশ্ব দরবারে যেন প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সবাই যেন গর্বের সঙ্গে বলতে পারি বাংলাদেশে এ রকম একটি প্রতিষ্ঠান আছে।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক আন্তর্জাতিকমানের একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।  

তার জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্রে জানা যায়, আজ রাত বা আগামীকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।