ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আমড়া খান, সুস্থ থাকুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
আমড়া খান, সুস্থ থাকুন

বহুমুখী উপকারিতার কারণে অনেকেই নিয়ম করে আমড়া খাচ্ছেন। চলতি মৌসুমে আমড়া কিন্তু উপকারি ফল।

তাই শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ কিংবা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে আমড়া খেতে পারেন।  

আমড়াতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে সহজেই সুস্থ থাকতে পারবেন।  এ ফলটিতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি, লোহা, ক্যালসিয়াম আর আঁশ পাওয়া যায়। আমড়ার গুণাগুণ আমাদের অনেকেরই জানা নেই। তাহলে আসুন জেনে নেই আমড়ার খাওয়ার কয়েকটি গুণাগুণ:

আমড়া হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের দৈহিক গঠনেও এ ফলটি খুব দরকারি। রক্তস্বল্পতাও দূর করে। আমড়া খেলে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমে। আমড়া রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়।  

আমড়াতে প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা দূর করতে বেশ প্রয়োজনীয়। আমড়া পিত্তনাশক ও কফনাশক।

মানবদেহে পেশির দুর্বলতা কাটিয়ে শক্তিশালী করে আমড়া। আমড়া খেলে অরুচিভাব দূর হয়। মুখে রুচি ফিরে আসে, ক্ষুধা বাড়ায়।

বদহজম ও কোষ্ঠকাঠিন্যরোধ করে আমড়া। রক্ত জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়। অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।  এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে আমড়া। এ ফলটি খেলে দূর হবে মুখের ব্রণও।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।