ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারকদের নির্মূলে অভিযান চালানো হয়েছে। এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী সহযোগিতায় দালাল নির্মূলে এ অভিযান চালানো হয়।
এদিন বেলা ১১টা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ঢাকা উইংয়ের গোপন তথ্যমতে ঢাকা জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান চলছে।
আফরিন জাহান বলেন, এ পর্যন্ত নারী ও পুরুষসহ ৪০ জনকে ধরা হয়েছিল। এর মধ্যে ২০ জন সরাসরি দালালিতে জড়িত। তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। জড়িতরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং বাইরে প্যাথলোজিকে ভাগিয়ে নিয়ে যায়। আমাদের এই অভিযান চলবে।
সাজাপ্রাপ্তরা হলেন, মাহমুদা (৫৩), সুমন (২৫), সাইদুর রহমান (৩০), শিশির আহমেদ (২০), কাউসার (৩০), আরিফ (১৯), নজরুল ইসলাম (৪৬), সাগর (২৭), রিমন (২৩), জয়দেব বর্মণ (৩২), মুনতাহার (২৩), মমতাজ বেগম (৬০), মোরশেদা বেগম (৪০), শাহিনুর (৪০), শাহনাজ বেগম (৪০), শিউলি (৪২), শিউলি (৪০), মর্জিনা (৪৫), সাইফুল (৩২) ও রাজীব (২৪)।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এএটি